প্রকাশিত: Sun, Apr 9, 2023 4:31 AM
আপডেট: Sun, Dec 7, 2025 12:52 AM

জরিপে আগামী নির্বাচনে জয়ের পথে আরো এগুলেন ট্রাম্প

রাশিদুল ইসলাম: জরিপ বলছে, বর্তমান পরিস্থিতিতে আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাবনার উন্নতি হয়েছে। ট্রাম্পের মামলা নিয়ে দ্বিধাবিভক্ত সাধারণ মার্কিন নাগরিকরা। ট্রাম্প গ্রেপ্তারের পরের দুই দিন বুধ ও বৃহস্পতিবার রয়টার্স ও আইপিএসওএস’এর জরিপে এসব তথ্য পাওয়া গেছে। সিএনএন

১৪শ’ জনের ওপর এ জরিপের ফলাফলে দেখা গেছে, ৪৯ শতাংশ মার্কিন নাগরিক মনে করে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ এনে ফৌজদারি মামলা সঠিক পদক্ষেপই করা হয়েছে। দেখা গেছে, স্বঘোষিত ডেমোক্রেট সমর্থকদের ৮৪ শতাংশই মনে করে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা ঠিকই হয়েছে। আর ট্রাম্প যেহেতু রিপাবলিকান, সেহেতু দলটির সমর্থকদের মধ্য মাত্র ১৬ শতাংশ মনে করে মামলা ঠিকই আছে।

রিপাবলিকান সমর্থকদের মধ্যে ৪০ শতাংশ জানিয়েছে, তাদের নেতা ট্রাম্পকে অভিযুক্ত করার পর তাকে ভোট দেওয়ার ইচ্ছা তাদের আরও বেড়ে গেছে। ৩৮ শতাংশ জানিয়েছে, এ ঘটনায় তাদের সিদ্ধান্তে কোনো প্রভাব পড়বে না, তারা ট্রাম্পের পক্ষেই। মাত্র ১২ শতাংশ অবশ্য গ্রেপ্তারের পর ট্রাম্পকে আবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় না।

এদিকে আগামী বছরের নির্বাচনে রিপাবলিকানদের মধ্যে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অন্যদের চেয়ে ট্রাম্পই এগিয়ে আছেন। রিপাবলিকান দলের কর্মীদের মধ্য ৫৮ শতাংশই তাকেই চায়। এদিকে রয়টার্স ও আইপিএসওএসের গত সোমবার চালানো প্রকাশিত অপর এক জরিপে রিপাবলিকানদের মধ্য ৪৮ শতাংশই ট্রাম্পের পক্ষেই ছিল। গ্রেপ্তারের পরই এ সংখ্যা ১০ বেড়েছে। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে রিপাবলিকানদের মধ্য দ্বিতীয় অবস্থায় আছেন ফ্লোরিডার গভর্নর ডি স্যান্টিস। তার পক্ষে সমর্থন ২১ শতাংশ। ট্রাম্পের বিরুদ্ধে ওঠা ৩৪টি অভিযোগের ব্যাপারে ৫৫ শতাংশ রিপাবলিকানসহ মার্কিনীদের প্রায় ৭৩ শতাংশ বিশ্বাস করে যে ঘটনাটি ঘটেছে। সম্পাদনা: ইমরুল শাহেদ